চাঁদপুরে মতলব দক্ষিরণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমীর বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ নভেম্বর) একাডেমী প্রাঙ্গনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমীর প্রিন্সিপাল আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে একাডেমির উপদেষ্টা সাংবাদিক মাহফুজ মল্লিক ও সহকারী শিক্ষক ইভা আক্তারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. তানভীর হাসান, চাঁদপুর সদর কৃষি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আর্শ্বাদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক উপধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, একাডেমীর পরিচালক মো, জানিবুল আলম জনি, একাডেমীর সিনিয়র শিক্ষক আশরাফুল জাহান শাওলিন, ৫ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া আলম জেরিন, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সাম্মি। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মো. আ.রহিম ও গীতা পাঠ করেন শিক্ষক রূপা রানী সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম খলিল, এসআই জহিরুল ইসলাম, একাডেমীর পরিচালক মেহেদী হাসান মহসীনসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে চাঁদপুরের রঙের ঢোল ব্যান্ড শিল্পগোষ্ঠির পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া অনুষ্ঠানের দু’জন বিশেষ অতিথি তানভীর হাসান ও আর্শ্বাদ আলী সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur