মতলব দক্ষিণ

মতলব সেতু দিয়ে পাচারকালে ৯৫০ বোতল ফেনসিডিল জব্দ : আটক ৪

মতলব সেতুর উত্তর পাড়ে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বহনের দায়ে একটি মাইক্রোবাস থেকে ৪ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৯৫০ বোতল ফেনসিডিল।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত আট টায় র‌্যাব-১১ ওই অভিযান চালায়। ওই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর এএসপি প্রনব কুমার ও আলেফ উদ্দিন।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, ভারত থেকে পাচার করে শরিয়তপুর জেলা সদর থেকে মাইক্রোবাসে করে চাঁদপুরের হরিণা ফেরিঘাট হয়ে মতলব সেতুর ওপর দিয়ে ফেনসিডিলসহ ঢাকায় যাচ্ছিল ক’জন মাদক ব্যবসায়ী।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১১ এর সদস্যরা মতলব সেতু এলাকায় অবস্থান নেন এবং ওই মাইক্রোবাসটি থামিয়ে চারজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন বরিশালের মৌসুমী আক্তার, টাঙ্গাইলের শিউলী বেগম, মুন্সিগঞ্জের মো. শামিম ও অজ্ঞাতনামা আরেকজন।

তাদের কাছ থেকে ৯৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের তার থানায় আনা হয়নি। থানায় আনা হলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। তবে কখন তাঁদের থানায় পাঠানো হবে তা বলতে পারছেন না।

মাহ্ফুজ মল্লিক,১৭ অক্টোবর ২০১৯

Share