মতলব উত্তর

আগামী মার্চ মাসের মধ্যেই মতলব সেতু উদ্বোধন : ত্রাণমন্ত্রী

মতলব উত্তর-দক্ষিণের সেতুবন্ধন “মতলব সেতু” নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ফেরিযোগে মতলব সেতুর নির্মান কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন আগামী মার্চ মাসের মধ্যেই মতলব সেতুর উদ্বোধন করা হবে। মতলব বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে এই সেতুটির মাধ্যমে মতলবে উন্নয়নের অগ্রযাত্রা আরো বেগবান হবে।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতলব সেতুর উদ্ধোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, মতলব দক্ষিণ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার, জাতীয় পর্যায়ে স্বর্ণপদ প্রাপ্ত ইউ.পি চেয়ারম্যান শামছুল হক চৌধুরী (বাবুল), মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী, আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক তানভীজ সরকার রিয়াদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৮:৫০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ

Share