ধনাগোদা নদীর উপর নির্মানাধীন ‘মতলব সেতু’ থেকে পড়ে মো. হাবিব মিয়া (৫০) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।
সে গাইবান্ধা জেলার শ্যামপুর গ্রামের লাল মিয়ার ছেলে ও রানা বিল্ডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মতলব সেতুতে কাজ করার সময় অসবাধানতাবশত হঠাৎ সেতুর ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায়।
সাথে সাথে তাকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur