Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
মতলব

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে কচি-কাঁচা মিলানায়তনে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে ও তরুণ সদস্য কামরুল হাসান নিপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, মেলার সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, প্রবীণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পদক ফারুক-বিন-জামান, প্রবীণ সদস্য নাছির আহমেদ, মেলার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা মজুমদার রত্না,তরুণ সদস্য এস এম সেলিম, আঃ সোবহান, গোলাম মোস্তফা কাদরী, প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, অভিভাবক নাজমুল ইসলাম সুমন, শিক্ষক মোঃ ইয়াছিন মিয়া ইমন, তরুন সদস্য নুসরাত ফারহানা বিনতু। অনুষ্ঠানে কোরআন তালওয়াত করেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র মোঃ শামছুদ জামান রিফাত। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো: মোরশেদ আলম সিরাজী।

এ সময় মেলার সহ-সভাপতি মিজানুর রহমান খান, মেলার প্রবীণ সদস্য ফররুখ আহমেদ চৌধুরী মিনার, হুমায়ুন কবির রেবন, সাংবাদিক গোলাম সারওয়ার সেলিমসহ মেলার কর্মকর্তা ও মেলা পরিচালিত স্কুলদ্বয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তেব্যে মোঃ মাকসুদুল হক বাবলু বলেন, তিনি ছিলেন কেন্দ্রীয় মেলার প্রথম আহবায়ক(১৯৫৭-১৯৫৯)। দাদাভাই এর অবর্তমানে পরিচালক হয়ে সুদীর্ঘ ২২ বছর মেলার সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখেন। তারঁ ব্যক্তিত্ব, পান্ডিত্য মেলার প্রতি অফুরন্ত ভালবাসা মেলার ভাইবোনদের মুগ্ধ করেছে।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৩ মার্চ ২০২১