Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
সরকারি

মতলব সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

মতলব সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সোমবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে আগে থেকেই নিজেদের লক্ষ্য স্হির করতে হবে। হাইস্কুল লেভেল থেকেই নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।কলেজ লেভেলের সফলতা নিয়েই চুড়ান্ত লক্ষ্যের কাছাকাছি পৌছানো সম্ভব। তোমাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক ক্যাডার যারা নতুন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তিনি আসন্ন এইসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উক্ত বিদায়ী অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী স্মৃতিচারন করেন।

বিদায়ী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। এসএসসি পাস হচ্ছে তোমাদের ক্যারিয়ার গড়ার টার্নিং পয়েন্ট। তোমরা বেরিয়ে যাবে বিভিন্ন ভার্সিটিতে দেশ গড়ার ও সেবার প্রত্যয় নিয়ে, তোমরাই আগামী দিনের কান্ডারী। তোমাদের সুশৃংখলভাবে চলা ফেরা করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে।সর্বোপরি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক, শিক্ষক পরিষদ, জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক এএইচএম মনিরুজ্জামান, জ্যেষ্ঠ প্রভাষক বিপুল সাহা ।

বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী।এ সময় কলেজের সকল শিক্ষক, পরিক্ষার্থী, অফিস স্টাফগন উপস্হিত ছিলেন। সবশেষে মিলাদ, দোয়া ও তাবারুক বিতরনের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ জুন ২০২৫