চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক কোয়ার্টারের পরিত্যাক্ত অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সালামত উল্ল্যাহ থাকার পরিত্যাক্ত রান্না ঘর থেকে গলিত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।
শুক্রবার( ২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় খবর পেয়ে থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে গলিত লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতলব সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ সালামত উল্লাহ যে বাসভবনে থাকতেন( বর্তমানে পরিত্যক্ত) ওই ভবনের পাশে থাকা পরিত্যক্ত রান্না ঘরের ভিতর থেকে ওই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। প্রিন্সিপাল মোঃ সালামত উল্লাহ বিগত ২০০৯ সালে অবসরে যাওয়ার পর থেকে দীর্ঘ ১৬ বছর ওই বাসভবনটি এবং ভবনের সাথে রান্না ঘরটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
কলেজের গ্রন্থাগারিক মোস্তাফিজুর রহমান জিন্নাহ বলেন, প্রিন্সিপাল সালামত উল্লাহ স্যার অবসরে যাওয়ার পর থেকেই ওই বাসভবনটি পরিত্যক্ত ও তালা লাগানো অবস্থায় পড়ে আছে।রান্না ঘরটিতে একটি পানির মোটর রয়েছে। ওই মটরের মাধ্যমে শিক্ষক কোয়ার্টারে তিনিসহ কলেজের প্রদর্শক আশোক কুমার রায় ও কম্পিউটার অপারেটর রাজীব মজুমদার পানি ব্যবহার করতেন।মটরের সুইচটি ছিল বাহিরে।
শুক্রবার সকালে মটর দিয়ে পানি সরবরাহ না হওয়ায় বাজার থেকে মেকানিক এনে ওই পরিত্যাক্ত রান্না ঘরের তালা খুলে ভিতরে ডুকে গলিত লাশ দেখে কাজ না করে চলে এসে আমাকে জানায়।
মেকানিক সুধন দাস বলেন, সকালে জিন্নাহ স্যার আমাকে খবর দেন যে ওনাদের বাসার পানির মটরটি দিয়ে পানি সরবরাহ হচ্ছে না। সকাল আনুমানিক সাড়ে ৯ টায় আমি জিন্নাহ স্যারের কাছ থেকে চাবি নিয়ে ওই ঘরের তালা খুলে ভিতরে ডুকে প্রথমে দুর্গন্ধ পাই এবং দেখি গলিত একটি মানুষের লাশ। সাথে সাথে স্যার এসে বিষয়টি জানাই।
পরে মোস্তাফিজুর রহমান জিন্নাহ বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, মরদেহটি ধারণা করা হচ্ছে পুরুষের। সেখানে একটি পানির মোটর রয়েছে। সেটি চুরি করতে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে। তারপরও এটি ময়নাতদন্ত শেষে অপমৃত্যুর মামলার তদন্ত করে রহস্য বের করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২৬ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur