চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ২০ উপকারভোগীর মধ্যে ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম মিলনায়তনে সমাজসেবা দপ্তরে ঋণ বিতরণ করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের উপস্থাপনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে। কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে সরকার সুদমুক্ত ঋণ কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে যুবকরা নতুন নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারবে। তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের আর্তসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সুদমুক্ত ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে।
তাই সবাইকে এ ঋণের টাকা যথাযথ ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। সমাজসেবা কার্যালয় মতলব উত্তর উপজেলার ২০ উপকারভোগীর মধ্যে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল