চাঁদপুরের মতলব – বাবুরহাট পেন্নাই সড়কের কাজলী সিনেমা হলের মোড় থেকে পানির টাংকি পর্যন্ত সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
সোমবার বেলা সাড়ে এগারোটায় তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক করে দেন উপজেলা নির্বাহী অফিসার। যেহেতু এ সড়কটি দিয়ে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে দেশের অসংখ্য জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত রোগী আসা যাওয়া করে।তাই উন্নয়ন কাজটি ভাল ভাবে করা হচ্ছে কিনা তা দেখাশোনার দায়িত্ব সকলের। তবে কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এবং সড়কের জনপদ বিভাগের কার্য সহকারি মোঃ নাসির উদ্দিন। উল্লেখ্য, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক এন্টার প্রাইজ এর মাধ্যমে প্রায় ৬ কোটি ব্যয়ে ২ কিলো ৯০০ মিটার সড়কের সংস্কার কাজ চলছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur