চাঁদপুর

চাঁদপুরের শিক্ষক সমিতি শাখাগুলোর মানববন্ধন ও স্মারকলিপি

মতলব উত্তর প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানবব্ন্ধন
চাঁদপুরের মতলব উত্তর প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বরগুনা জেলার বেতাগী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে শ্রেণিকক্ষে আটকে রেখে গণধর্ষণের প্রতিবাদের এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় মানববন্ধর ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করা হয়েছে।

মতলব উত্তর উপজেলার পরিষদ চত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার বটমুলে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মদ আল-কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মামুনুর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম,মো.আশরাফুল আজিজ,মো.নজরুল ইসলাম,লিপি দাস,যুগ্ম-সম্পাদক মো.আবুল কালাম,মো.বিল্লাল হোসেন,সহ-সম্পাদক বাবু শ্যামল কুমার বাড়ৈ,সমবায় সম্পাদক মো.ফারুক হোসেন,সদস্য শামসুন্নাহার,জেসমিন আক্তার,কুমকুম আক্তার প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করে। এতে অংশগ্রহণ করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এরপর এ নেক্কারজনক গঠনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি স্মরকলিপি প্রদান করেন।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল

ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বরগুনা জেলার বেতাগী উপজেলায় সহকারী শিক্ষিকার ওপর সন্ত্রাসী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবন্দ ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ওই শিক্ষিকার উপর যারা নির্যাতন চালিয়েছে তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মলূক শাস্তি দাবি করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবিরের পরিচলানয় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়ির যুগ্ম- সম্পাদক মো.বাহাউদ্দিন তালুকদার,অর্থ সম্পাদক মো.সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,আইন বিষয়ক সম্পাদক মো.আবুল হাছান ও সহকারী শিক্ষক মো.বিল্লাল হোসেন প্রমুখ।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ

হাজীগঞ্জে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উক্ত মানববন্ধনের যোগ দেন। এ সময় শিক্ষক নেতাদের দাবি অচিরেই যেন অপরাধীদের ধরে আইনের কাঠগড়ায় শাস্তি দেয়া হয়। এর পাশাপাশি সরকারের কাছে সকল শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত দাবি করেন।

উক্ত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.মাহাবুবুল আলম মজুমদারের বরাবর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শ্মারক লিপি প্রেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আবু বকর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদুল বাশার জুয়েল, আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন চৌধুরী, শিক্ষা সম্পাদক মো.কামাল হোসেন,দপ্তর সম্পাদক মঞ্জুর মাওলা,সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান ও মহিলা সম্পাদিকা মরিয়ম নাছরিনসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ৭:৫৫ পিএম,২৪ আগস্ট ২০১৭,বৃহস্পতিবার
এজি

Share