মতলব মোহনপুর লঞ্চঘাট থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তÍুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা ও দুটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদক/ ৯ সেপ্টেম্বর ২০২৫