মতলব মুন্সীরহাট বাজারে দেড় শতাধিক দোকানঘর চলতি সপ্তাহে উচ্ছেদ

চাঁদপুরের বাবুরহাট – মতলব পেন্নাই সড়কের মুন্সীরহাট বাজারে সরকারি জায়গায় গড়ে উঠা সকল দোকান ঘর উচ্ছেদ করা হবে চলতি সপ্তাহে। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

জানা গেছে, মুন্সীরহাট বাজারের সড়কের পশ্চিম পার্শ্বে চাঁদপুর সদর উপজেলার আওতাধীন জেলা পরিষদের প্রায় আধা কিলোমিটার জায়গায় দোকান ঘর উত্তোলন করে বিভিন্ন ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছেন স্থানীয়রা।

বিগত প্রায় দুই যুগে গড়ে উঠেছে দেড় শতাধিক দোকানঘর। তন্মোধ্যে রয়েছে খাবারের হোটেল, মিস্টির দোকান, মুদী দোকান,ফলের দোকান,কসমেটিকস দোকান,লাইব্রেরি, সেলুন,চা দোকান,মোবাইলের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। চা দোকান মালিক নুরুল ইসলাম, ফার্মেসির মালিক বশির উল্লাহ প্রধান, ভাই ভাই স্টোরের মালিক আব্দুর রহমান, ভাসান সেলুনের ভিটি মালিক ফয়সাল হাওলাদার, স্টীলের দোকান আব্দুর রশিদের ছেলে মুসলিম,প্রিন্স লন্ড্রির ভিটি মালিক মাইনুল ইসলামসহ আরো ১০ /১৫ জন দোকান মালিকদের নিকট জানতে চাইলে তারা বলেন,জেলা পরিষদে আবেদন করে লিজ নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছি।কেউ কেউ বলেছেন আমরা প্রতি বছর জেলা পরিষদের অফিসে গিয়ে টাকা জমা দিয়েছি।তাই জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের দোকান ঘর উচ্ছেদ করতে বহুবার নোটিশ দিয়েছেন। কিন্তু উচ্ছেদ করা হয়নি।

জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ করা হয়েছে। গত ২০২৩ সালের ৪ জানুয়ারি তৎকালীন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশ এর মাধ্যমে জানা যায় , জেলা পরিষদের মালিকানাধীন চাঁদপুর সদর উপজেলার ধনপুরদি মৌজার সাবেক ৪১২ হাল ২ নং খতিয়ানে সাবেক ৭৪৭ নং দাগে হাল
১৫৬৩,১৫৬৪,১৫৬৫,১৭১৭,১৭১৮,১৭১৯ নং দাগে অবৈধভাবে জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে প্রায় দেড় শতাধিক দোকান মালিক।যা ফৌজদারি অপরাধ। জেলা পরিষদের দেয়া নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

এরপর ২০২৪ সালের ডিসেম্বর মাসে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরো একটি নোটিশ হয় ওই দোকান মালিকদের। বারবার নোটিশ দেওয়া সত্বেও দোকান মালিকরা কর্ণপাত না করায় গত জুলাই মাসে জেলায় মাসিক সমন্বয় কমিটির সভায় মুন্সীরহাট বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। এছাড়া চলতি মাসের ২৫ আগস্ট নিজ দায়িত্বে তাদের দোকান ঘর ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য সর্বশেষ নোটিশ করা হয়েছে।

আজ মুন্সীরহাট বাজারে গিয়ে দেখা যায় ১০ /১২ টি দোকান তাদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।

এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন বলেন,জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক মুন্সীরহাট বাজার এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে যেসব স্থাপনা গড়ে উঠেছে সেগুলো তাদের নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য ২৫ আগস্ট পর্যম্ত সময় দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অমান্য করা হলে তাদের দোকান ঘর উচ্ছেদ করা হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২৪ আগস্ট ২০২৫