মতলব মুন্সীরহাটে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট সংলগ্ন গাজী বাড়িতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভয়াবহ অগ্নিকাÐ ঘটেছে। এতে ওই বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন উত্তর (নতুনবাজার) চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেখে মুর্হর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির বাসিন্দা ইসহাক আলী গাজী ও তার ভাই হেদায়েত গাজীর দুটি বসত ঘর এবং ইব্রাহীম গাজীর রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের হিসেবে মতে এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, অল্পের জন্যে আরো একাধিক ঘর রক্ষা পায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস উত্তর (নতুন বাজার) স্টেশন অফিসার ফারুক আহমেদ তার সঙ্গীয় সদস্যদের নিয়ে দ্রæত ছুটে যান।
ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে দু’সহোদরের বসত ঘর একত্রে পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

চাঁদপুর টাইমস রিপোর্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ