মতলব মুক্ত দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে ছিল,বিজয়ভবনে পতাকা উত্তোলন, দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। সকাল আটটায় বিজয় ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৯ টায় মতলব শহরের দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা শাখা, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ,মতলব পৌরসভা, মতলব সরকারি কলেজ,কচি-কাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, কচি-কাচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি ) লিটন চন্দ্র দে,মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লেলিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ ডিসেম্বর ২০২৩

Share