সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মতলব মানবতার হাত সংগঠনের পক্ষ থেকে আজ সকাল ১০ টায় এনএএম টাওয়ারের প্রথম ফ্লোরে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
পথচারী নারী ও পুরুষ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য এবং সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ মাহফুজ মল্লিক, মতলব পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনি,মতলব মানবতার হাত সংগঠনের সভাপতি মোহাম্মাদ কালাম হোসাইন
সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম আশেক্বী সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।
এসময় সংগঠনের সভাপতি বলেন মানবতার সেবায় আমাদের এ সংগঠনটি নিরলসভাবে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে বিনামূল্যে ৮৩ জনকে ১ টি করে পবিত্র কোরআন শরীফ বিতরণ করছি।আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো সব সময় কল্যাণমূলক কাজ করতে পারি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ মার্চ ২০২৫