পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয় সমগ্র মুসলিম বিশ্বে। সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল।
প্রায় ১৪০০ বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের জীবনে ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে একই দিনে ইন্তেকাল করেন তিনি।
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
আয়োজনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি সিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাহেনুর আক্তার,আয়েশা আক্তার,রাবেয়া বেগম,রোসেনা আক্তার,খায়রুল জন্নাত, তাহমিনা আক্তার, রোমেনা আক্তার,দেলোয়ার হোসেন,ফয়সাল আলম, সুমাইয়া আক্তার প্রমুখ।পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ সেপ্টম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur