চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে তার স্ত্রীসহ আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে ৪ টার সময় মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সালামত মিয়াজি (৫৫) উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধ্যানে বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি খুবই মর্মান্তি—ক ও দুঃখজনক বলে উল্লেখ করেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার বিকালে তিনি তার স্ত্রীসহ মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়া উদ্দেশ্যে রনা করেন। পথিমধ্যে ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়।
খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও জিদ্দি ভীমরুল কামড়ে আহত করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কস্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজি সহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পাঠানো হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি আহতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যেন তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। এলাকায় যেন শোকের ছায়া আর ভারি না হয়।
নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur