মতলব দক্ষিণ

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রস্তুতিসভা

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনে শনিবার(২৮ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহসীন মৃধা সভাপতিত্বে ও প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল পরিচালনায়, সভায় বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে উপস্থিত প্রাক্তন ছাত্ররা তাদের মতামত তুলে ধরেন।

শুরুতেই সকলের মতামতের ভিত্তিতে নিবন্ধন কমিটি ও উদ্যাপন কমিটি গঠণ করা হয়।

উদ্যাপন কমিটির আহ্বায়ক করা হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভল সখা ভট্টাচার্য এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীলকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিস্ট্য নিবন্ধন কমিটি গঠণ করা হয়।

প্রস্তুতিমূলক সভায় মতামত ব্যক্ত করেন প্রাক্তন ছাত্র কে এম ইকবাল গনি, শফিকুল ইসলাম সাগর, এনামুল হক বাদল, তৈয়ব আলী পেশকার, নান্নু মিয়া জামাদার, তোফায়েল আহম্মেদ সেলিম, মুসলিম সরদার মিশু, বোরহান উদ্দিন রাব্বানী, জসিম উদ্দিন মাষ্টার, জাহাঙ্গীর আলম মাষ্টার, মামুন অর রশিদ মৃধা, মাহাবুবুর রহমান, আলাউদ্দিন জমাদার, মনির হোসেন রাজা, মফিজুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিন উজ্জ্বল, ফরহাদ হোসেন আরিফসহ প্রাক্তন ছাত্র ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, নিবন্ধন ফি ধরা হয়েছে ৫০০ টাকা করে। এছাড়া স্ত্রী’র জন্য ৫০০ টাকা ও সন্তান প্রতিজন ৩০০ টাকা।

।। আপডটে, বাংলাদশে সময় ১০: ৫৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৬,শনিবার
এইউ

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
Share