মতলব বালিকা উবি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ২২ নভেম্বর সোমবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় পরিদর্শনে আসেন তিনি। বিদ্যালয়ে আসলে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ম শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং ছাত্রীদের সাথে লেখাপড়ার মান নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন,প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আল মহসিন প্রধান, ইকবাল হোসেন সরকার, মিরান হোসেন মিয়াজী, নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য,অভিভাবক মোঃ সালাউদ্দিন প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ নভেম্বর ২০২২

Share