Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব বালিকা উবির মিলাদ ও দোয়া

মতলব বালিকা উবির মিলাদ ও দোয়া

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতকব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন,
এ বিদায় তোমাদের চিরবিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।

তিনি আরো বলেন, আজকের বিদায় অনুষ্ঠান কলেজে পা রাখার প্রস্তুতির প্রতীক। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। তোমরা শান্তিপূর্ণভাবে, আইন মেনে পরীক্ষায় অংশ নেবে এবং অসদুপায় পরিহার করবে।
মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোজাহের হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটওয়ারী,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।

অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাপ্তাহিক মতলব কণ্ঠের নির্বাহী সম্পাদক মুজাহিদুল ইসলাম কিরণ, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল হোসেন, মতলব পৌর যুব দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার। , মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহিনা নাহার মাহি,এসএসসি পরীক্ষার্থী স্নেহা রায় গুন গুন, পুষ্পিতা দে। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও গীতা পাঠ করেন অনন্যা রায়।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, মতলব ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য হায়াত আলী, সাবেক সদস্য ইকবাল সরকার, নাজমুল হক সরকার, মিরান হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী প্রমুখ।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মনজুর আহমেদ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ এপ্রিল ২০২৫