মতলব বালিকা উবির প্রধান শিক্ষককে সংবর্ধনা

মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমকে ‘ রোমান সরকার শিক্ষা বৃত্তি’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই রোমান সরকার শিক্ষা বৃত্তির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন রোমান সরকার শিক্ষা বৃত্তির কর্মকর্তাবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও খুলনা আপিলের কর কমিশনার মতলবের কৃতি সন্তান সারোয়ার হোসেন রোমান সরকার। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফাতিমা সুলতানা।

এসময় বক্তৃতায় তিনি বলেন,মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলার মধ্যে একটি নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সুনাম দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম যোগ্য হওয়ায় নিয়োগ পেয়েছে। এ প্রতিষ্ঠানের লেখাপড়ার মানোন্নয়নে অতীতের সুনাম অব্যাহত রেখে কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে দায়িত্ব পালনে কঠোরভাবে কাজ করতে হবে।দল-মতের ঊর্ধ্বে থেকে থেকে সবার সাথে সুসম্পর্ক রেখে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ সময় নবনিযুক্ত প্রধান শিক্ষক কাজী মহম্মদ শাহ আলম তার বক্তব্যে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমান সরকার শিক্ষাবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, সদস্য মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, শিহাব উদ্দিন ও আইননুন নাহার কাদরী। এছাড়া অত্র বিদ্যালয়ে পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৮ নভেম্বর ২০২৪

Share