মতলব বালিকা উবির অভিভাবক সমাবেশ

মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে ৫ নভেম্বর ( মঙ্গলবার) বেলা এগারোটায় অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফাতিমা সুলতানা। বক্তব্য তিনি বলেন, মায়েরা সচেতন হলে একটি দেশ সুন্দর করে গড়তে সহজ হয়। তাই আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। ওরা কোথায় যায়, কী করে সঠিকভাবে তার খোঁজখবর নেবেন।

তিনি আরো বলেন, সময়ের চাহিদা পূরণে মা-বাবার সম্পৃক্ততা আরও বেশি জোরদার করার কোনো বিকল্প নেই। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, সন্তানদের ক্ষেত্রে অভিভাবকদের সম্পৃক্ত করার অনেক সুবিধা আছে। যেমন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, সন্তানদের অধিক কৃতিত্ব অর্জন, উন্নত ফলাফল ও সামাজিক বন্ধন বৃদ্ধি কয়েকটি উল্লেখযোগ্য দিক, যা শিক্ষার মানোন্নয়নে শক্তিশালী অবদান রাখতে পারে।

অত্র বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোজাহের হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক জাহাঙ্গীর সরকার, মোঃ রুহুল আমিন, সাবিকুন নাহার প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ নভেম্বর ২০২৪

Share