উপজেলা সংবাদ

মতলব-বাবুরহাট সড়কে ট্রাক বিকল যাত্রীদের ভোগান্তি

চাঁদপুরে মতলব-বাবুরহাট সড়কের মতলব পৌর এলাকার ১নং ব্রীজের উত্তর পাশে  শুক্রবার (২২এপ্রিল) দুপুরে কাঠ বোঝাই একটি ট্রাকের পিছনের চাকা রাস্তার পাশের  মাটিতে দেবে যায়।

এতে ওই সড়ক দিয়ে যাতায়ত কারী যাত্রী সাধারণের ভোগান্তি পোহাতে হয়। ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাই থাকার কারণে এ ঘটনা ঘটে।

সরেজমিনে ও স্থানীয়রা জানান, অতিরিক্ত কাঠ বোঝা করা ওই ট্রাকটি (চট্রমেট্রো ১১-৪৭৫২) চট্রগ্রাম থেকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে যাওয়ার পথে মতলব- বাবুরহাট সড়কের ১নং ব্রীজের উত্তর পাশে  রাস্তার পশ্চিম পাড়ের মাটিতে দেবে যায়।

এতে প্রায় ১ঘন্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে এলাকাবাসী ও লাইনম্যানের সহযোগিতায় এক পাশে জায়গা করে দিয়ে যান চলাচল করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো ট্রাকটি ওই অবস্থায় রয়েছ।

পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]

: আপডেট ৯:২৭  পিএম, ২২ এপ্রিল  ২০১৬, শুক্রবার

ডিএইচ

Share