মতলব-বাবুরহাট সড়কে সিএনজি-পিকআপের সংঘর্ষে ৫ শিক্ষক আহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনসহ ৫ শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে সিএনজি যুগে চাঁদপুর থেকে মতলব আসার পথে বাবুরহাট-মতলব সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এসে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে খালে পড়ে যায়। এতে নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাথায় ও হাতে মারাত্মক জখম হয়।

এছাড়া ওই সিএনজিতে থাকা কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান, রসুলপুর আননিসা দাখিল মাদ্রাসার সুপার রাকিব উদ্দিন সহ আরো দুই শিক্ষক গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে নারায়ণপুর বাজারের একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে প্রেরণ করা হয়। অপর আহতরা নারায়ণপুর বাজারের প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

আহত শিক্ষকরা জানান,চাঁদপুর টেকনিকাল হাই স্কুল থেকে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে মতলব আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ মার্চ ২০২৪

Share