চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলারস্থ মসজিদ ও মাদ্রাসা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।নির্বাচনে ১০৩ জন ভোটারের মধ্যে ১০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তন্মোধ্যে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ রফিকুল ইসলাম ব্যালট নং ১,(আনন্দ সু স্টোর) এবং অপর পরাজিত প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন মোল্লা( মোল্লা গার্মেন্টস), ব্যালট নং ২ ভোট পেয়েছেন ৩৭ টি।ভোট বাতিল হয়েছে ২ টি। এদিকে সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্নন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোঃ হারুন ভূইয়া ( ভূইয়া গার্মেন্টস)। পালন করেছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাবলু ( জারিন গার্মেন্টস),সাখাওয়াত কাজী( কাজী গার্মেন্টস), নবীর হোসেন বাবু( বেবি গার্মেন্টস),জাহাঙ্গীর হোসেন (ভাই ভাই গার্মেন্টস) ও আবুল হাসানাত( অজন্তা গার্মেন্ট)। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মসজিদ ও মাদ্রাসা মার্কেট ব্যবসায়ী সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সাধারণ সম্পাদক হারুন ভুইয়া।
নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন মতলব পৌর বিএনপি’র সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব বাজার বণিক ও জনকলন সমিতির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সরকার সাধারণ সম্পাদক ফয়সাল সরকার।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur