মতলব বাজারে ৭টি দোকানে ২৮ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে মুদি দোকান, কাঁচা বাজার, গ্যাস. সিলিন্ডার দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

৮ অক্টোবর মঙ্গলবার অভিযানে কাঁচা মরিচের দাম ও অন্যান্য সবজির দাম ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গৌর নিতাই ঘোষ স্টোরকে ৫ হাজার টাকা , হানিফ স্টোরকে ৫ টাকা , মনির সরকার স্টোর ৫ হাজার টাকা, আনাস স্টোরকে ৩ হাজার টাকা, বাচ্চু প্রধান স্টোরকে ৫ হাজার টাকা, বিল্লাল স্টোরকে ৩ হাজার টাকা এবং গ্যাস সিলিন্ডার অযৌক্তিক ভাবে বেশি দামে বিক্রির অপরাধে একই আইনে চৌধুরী স্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ মল্লিক, বিভিন্ন পেশাজীবীর ভোক্তাগণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে সার্বিক সহযোগিতা করেন মতলব থানা পুলিশের একটি চৌকশ টিম এবং চাঁদপুর আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম। ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৮ অক্টোবর ২০২৪

Share