মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক। মঙ্গলবার ২১ এপ্রিল) দুপুরে বাজার মনিটরিং কালে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও খেজুর জব্দ করা হয়।
জানা যায়, বাজার মনিটরিং কালে বাজারের খুচরা বিক্রেতাদের নিকট অধিক মূল্যে খেজুর বিক্রয় করায় এবং প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য উল্লেখ্য না থাকায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৫২ কেজি খেজুর জব্দ করা হয়েছে।
ইউএনও ফাহমিদা হক বলেন,বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিক্রেতার কাছ থেকে ক্রেতারা অবশ্যই ক্যাশ মেমো সংগ্রহ করবে। অসাধু ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে।
মাহফুজ মল্লিক,২১ এপ্রিল ২০২০