মতলব বাজারে দুই ফার্মেসী ব্যবসায়ীকে অর্থদণ্ড      

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সদরের  বাজারে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ফার্মেসীর মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ অফিস এর যৌথ অভিযান পরিচালনাকালে লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রয় এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গবাদিপশুর এন্টিবায়োটিক ওষুধ বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এ দুইজন বিক্রেতাকে ৬,০০০/- (ছয় হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাজারে মাংসের দোকানগুলোতে মাংসের মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তা যাচাই করার জন্য পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। 

অভিযান পরিচালনাকালে ডা. মুহাম্মাদ জাকির হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২২ আগস্ট ২০২২

Share