Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব বাজারে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও
বাজারে

মতলব বাজারে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও

চাঁদপুরের মতলব বাজারের প্রধান সড়কের ড্রেন নির্মান কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক আমজাদ হোসেন। বুধবার (৭ মে) দুপুরে মতলব পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজের অংশ হিসেবে মতলব বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কের ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সরজমিন পরিদর্শন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমজাদ হোসেন বলেন ড্রেনের নির্মান কাজ আরও দ্রুত গতিতে করতে হবে।যেহেতু বাজারের গুরুত্বপূর্ণ এবং প্রধান সড়ক এটি তাই জনগণের দূর্ভোগ সৃষ্টি করে কাজ ধীর গতিতে করা যাবে না।এছাড়া নিন্মমানের কাজ না হয় এবং কাজের মান নিয়ে যেন কোন অভিযোগ না আসে সেজন্য ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন।

এসময় মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৩ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে মতলব পৌরসভার অর্থায়নে ড্রেনের নির্মান কাজটি হচ্ছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ মে ২০২৫