ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। মতলব প্রেসক্লাব বিগত ২৬ বছর ধরে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে আসছে।
প্রেসক্লাবের ভবন নির্মাণের নামে ২০১৯ সালের কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এবং ব্যাংকে জমা ৭৭ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকা ক্লাবের তহবিলে জমা দিচ্ছে না।ক্লাবের টাকা জমা প্রদানের জন্য বর্তমান কমিটি তাঁদেরকে মৌখিক ও চিঠির মাধ্যমে অনুরোধ করে।
তহবিলে টাকা না দিয়ে তারা উল্টো বিভিন্নভাবে মতলব প্রেসক্লাবের নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ১৩ জুলাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এবং ২৭ জুলাই প্রেসক্লাবের জরুরী সভায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে নিন্দা ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে সিদ্বান্ত হয়।
এ অপপ্রচারে মতলববাসী ও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন।
প্রেস বিজ্ঞাপ্তি,২৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur