Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব প্রেসক্লাব আয়োজনে বর্ষবরণ উৎসব
প্রেসক্লাব

মতলব প্রেসক্লাব আয়োজনে বর্ষবরণ উৎসব

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মতলব প্রেসক্লাবের উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ( ১৪ এপ্রিল)   সকাল ৯টায়  মতলব দক্ষিণ উপজেলা সদরে প্রেসক্লাবের নিজস্ব   কার্যালয়ে বর্ষবরণ উৎসব  উদযাপন করা হয়। 

বর্ষবরণ উৎসবে  ক্লাবের আহবায়ক আমির খসরু প্রধানের সভাপতিত্বে  ও যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকিরের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ,  মতলব দক্ষিণ  থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ  সালেহ আহাম্মদ,  উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জাকির হোসেন,  আহবায়ক  কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র জন্য আহ্বায়ক গোলাম সারওয়ার  সেলিম। 

এসময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ গোলাম রায়হান, কৃষি কর্মকর্তা চৈতন্য পাল,  উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান,  উপজেলা শিক্ষা অফিসার  নাজমুন নাহার, মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনজিল হোসেন, পল্লী বিদ্যুৎ মতলব জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দীন,  মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কাজী মোঃ শাহ আলমসহ মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের মাঝে  বাঙালি ঐতিহ্যের নানা  খাবার পরিবেশন করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৪ এপ্রিল ২০২৫