গৌরব ও ঐতিহ্যের সংগঠন মতলব প্রেসক্লাবের ৩২ বছর পূর্তি অনুষ্ঠানে ক্লাবের সাংঠনিক কার্যক্রম জোড়দার করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আমির খসরু প্রধানিয়া আহবায়ক এবং প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়।
গত ২১ মার্চ মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত মতলব কমিউনিটি সেন্টারে মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর মু. জাকির হোসেন এই কমিটি ঘোষণা করেন ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, মোঃ ফজলে রাব্বী ইয়ামিন, সম্মানিত সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ মাহফুজ মল্লিক, মোশারফ হোসেন তালুকদার, লোকমান হোসেন হাবিব, আশরাফুল জাহান শাওলিন, সমীর ভট্টাচার্য বলু, সাইয়েদুল আরেফিন শ্যামল, মোঃ শরিফ উল্ল্যাহ টিটু, মোঃ ফয়সাল খন্দকার, মোঃ আজিজুল হক দিপু।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ মার্চ ২০২৫