বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মতলব পৌর ২নং ওয়ার্ডের আয়োজনে ১ আগস্ট (শুক্রবার) বিকেলে পৈলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালী উল্যাহ ও ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার।
বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান (ভিপি জাকির)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ শোয়েব আহম্মেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান মিয়াজী, পৌর বিএনপির উপদেষ্টা মোঃ দুলাল মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফরাজী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন প্রধান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা শরিফ উল্লাহ সরকার, মোঃ কাদির প্রধানীয়া প্রমুখ।
এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur