বাংলাদেশ শিক্ষা সমিতি মতলব পৌরসভা (দক্ষিণ) শাখার নির্বাচন শনিবার (১৬ নভেম্বর) ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৯০ জন ভোটারের মধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
নিকটতম প্রতিদ্বন্ধী দুর্গাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রাণী এবং সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ভোট পেয়েছেন ২১ টি।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৭ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur