মতলব পৌরসভায় সড়কের বেহাল দশা

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ৩নং ওয়ার্ডের পশু হাসপাতাল মোড় হতে সিঙ্গাপুর প্লাজা পর্যন্ত কলাদী এলাকার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে ইট, সুড়কি ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

পৌরসভার ৩নং ওয়ার্ডটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। ফলে পৌরবাসীর চলাচলের ভীষন অসুবিধার সম্মুখিন হতে হয়।

এছাড়ার রাস্তার মাঝখানে ময়লার ট্যাংকি থাকায় পৌরবাসীর বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। এ ময়লার টাংকি থেকে রাস্তায় ময়লা বের হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মতলব বাজারের প্রবেশের একটি পথ হচ্ছে কলাদী সড়ক। এ সড়কটি দিয়ে মতলবের পূর্বাঞ্চলীয়, আশ্বিনপুর, নারায়নপুর, নায়েরগাঁও, কাশিমপুর, বদরপুর, পয়ালী, চরপয়ালী, রসুলপুর, দগরপুর, খাদেরগাঁও গ্রামের হাজার হাজার জনসাধারণ ও বিভিন্ন পেশার ব্যবসায়ী যাতায়াত করতো। পশু হাসপাতালের মোড় হতে সিঙ্গাপুর প্লাজা রাস্তাটি পাকা ছিল। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার লোকজন যাতায়াত করছে।

এছাড়া এ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় পৌরবাসীর চলাচলে অসুবিধা হচ্ছে।

প্রতিদিন শত শত যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। অথচ এ সড়কটির কোন উন্নয়ন হচ্ছে না। প্রতিদিন সড়কটি দিয়ে সিএনজি, অটো, রিক্সা চলাচল করছে।

বিশেষ করে মতলব পশু হাসপাতালের মোড় থেকে সিঙ্গাপুর প্লাজা পর্যন্ত এ সমস্যা দীর্ঘ দিনের। মতলববাসীর এ দুর্ভোগ নিত্যদিনের পরিণত হয়েছে ।

একাধিক পৌরবাসী জানায়, মতলব পৌর এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পশু হাসপাতাল হইতে সিঙ্গাপুর প্লাজা পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিভিন্ন স্থানে ভেঙ্গে ইট, সুড়কি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পৌরসভার ৩নং ওয়ার্ডটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে।

বিকল্প রাস্তা ব্যবহার করাতে মতলব বাজার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে বলেও একাধিক পৌরবাসী জানায়। ময়লার টাংকি রাস্তা থেকে সরানোর জন্য পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছে পৌরবাসী।

মতলব পৌরসভার কাউন্সিলর কিশোর কুমার ঘোষ চাঁদপুর টাইমসকে জানায়, ‘এ রাস্তা কাজ খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি কয়েকদিনের মধ্যে রাস্তার চলাচলের উপযোগি করতে তুলবো।’

] প্রতিবেদন- পলাশ রায়, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ৬ জুন ২০১৬, সোমবার
ডিএইচ

Share