মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ গ্রেপ্তার ২
চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আ’লীগ নেতা আবুল বাশার পারভেজ মিয়াজীকে ( ৪৭)আটক করেছে যৌথবাহিনী। ৩১ জানুয়ারি রাত ২ টায় মতলব বাজারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।একই রাত সাড়ে বারোটায় মাহবুব আলম রাসেল ওরপে ব্লাক রাসেলকে(৪০) আটক করেছে যৌথবাহিনী। পরে তাদেরকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ ইবতেশাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি অভিযান চালানো হয় মতলব বাজারস্থ এনএএম টাওয়ারে।সেখান থেকে সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলম রাসেল ওরপে ব্লাক রাসেলকে আটক করা হয়। সে মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে। মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামে তার শ্বশুর বাড়ী। তার বসবাস মতলব দক্ষিণ উপজেলায়।
একই রাতে মতলব বাজারের নিজ বাসা থেকে মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আ’লীগ নেতা আবুল বাশার পারভেজ মিয়াজীকে আটক করা হয়েছে। সে উত্তর বাইশপুর গ্রামের মৃত জহিরুল ইসলাম মিয়াজীর ছেলে। রাতেই আটককৃতদের মতলব দক্ষিণ থানায় সোপর্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত আবুল বাশার পারভেজ মিয়াজী ও মাহবুব আলম রাসেল ( ব্লাক রাসেল) এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩১ জনুয়ারি ২০২৬