মতলব পৌরসভার সাবেক কমিশনারের ইন্তেকাল

চাঁদপুরের মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের দুইবারের সাবেক কমিশনার, ওয়ার্ড আ,লীগের সাবেক সভাপতি ও বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের পিতা বিল্লাল হোসেন মোল্লা(৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)।

বুধবার সকাল সাড়ে ৬ টায় নবকলস গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনীত কারনে মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনীগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর পৌনে ২টায় নবকলস ওয়াপদা করিম কোল্ড ষ্টোর মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মতলব সূর্যমুখী কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ বাদলের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোহাম্মদ ইয়াসির আরাফাত ও মরহুমের ছেলে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন। নামাজে জানাযায় ইমামতি করেন ওয়াপদা পানি উন্নয়ন বোড়ড জামে মসজিদের খতিব মাওলানা সায়েদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শহীদ উল্লাহ প্রধান, ছেংগারচর ডিগ্রি কলেজের প্রভাষক একে আজাদ, এ্যাড. লিয়াকত আলী সরকার, এ্যাড. আবুল কাশেম, মতলব পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলী সরকার, আব্দুল হাই বকাউল,আবুল বাসার পারভেজ মিয়াজী, আনিসুর রহমান আনু, সারোয়ার সরকার লিখন, ওয়াজ উদ্দিন প্রধান,সাবেক কমিশনার মল্লিক মোঃ শাহজাহান, মতলব বাজারের ব্যবসায়ী জাকির হোসেন প্রধান আ.লীগ নেতা আনোয়ার সরকার ,জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন ফরাজী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, মতলব বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আল মহসিন প্রধান,সদ্য ঘোষিত মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারী,পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বী,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিমসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানগণ।

নামাজে জানাযা শেষে নবকলস মোল্লা বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এদিকে বিল্লাল হোসেন মোল্লার মৃত্যুতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড.শামসুল আলম মোহন,চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন গভীর শোক প্রকাশ করেন। এছাড়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ অক্টোবর ২০২২

Share