মতলব পৌরসভার প্যানেল মেয়র হিসেবে মোঃ আবুল বাশার পারভেজ নির্বাচিত হয়েছে। ১৪ মার্চ সকালে মতলব পৌরসভা কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মতলব পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল পাটোয়ারীর প্রস্তাবে ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষের সমর্থনে এবং সকল কাউন্সিলরবৃন্দের সম্মতিতে মোঃ আবুল বাশার মিয়াজী পারভেজকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। ২নং প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ, ৩নং প্যানেল মেয়র সাজেদা বেগম নির্বাচিত হয়।
এসময় প্যানেল মেয়র মোঃ আবুল বাশার মিয়াজী (পারভেজ) জানান, পৌর নাগরিকের উন্নয়নে কাজ করবো। আমি আপনাদের সহযোগিতা চাই।
||আপডেট: ০৭:৩৯ অপরাহ্ন, ১৪ মার্চ ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur