মতলব পৌরসভায় বিএনপির অফিস উদ্ধোধন

চাঁদপুরের মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের পানির টাংকি এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিসের উদ্ধোধন করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফিতা ও কেক কাটার মধ্যে দিয়ে বিএনপির অফিস উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

এসময় তিনি বলেন,এই অফিস উদ্বোধনের মাধ্যমে বিএনপির কর্মকাণ্ড বেগবান হবে। তবে সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ অফিসে দলীয় কর্মকান্ড ছাড়া কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।শালিসি বৈঠক করা যাবে না।সর্বোপরি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। বিএনপির আত্মজীবনী নিয়ে লেখা বই পড়বেন এবং শিখবেন।কোন ধরনের দুর্নাম সহ্য করা হবে না।

মতলব পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির। এসময়
উপস্থিত ছিলেন ৫ নং উপাধি উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরণ,৫ নং উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মানিক সরকার, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহাবুব প্রধান, ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ প্রধান, সহ সাধারণ সম্পাদক রাসেল হোসেন জয়, মতলব পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফরাজি। মতলব পৌর যুবদল নেতা সাদ্দাম হোসেন, মেহেদী হাসান রশিদ, ৪ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম হোসেন প্রধান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আতিক ফরাজী, মতলব উপজেলা যুবদল নেতা ইনশাদ আহমেদ জিসান, মতলব পৌর যুবদল নেতা মাদু ব্যাপারী, রিপন বেপারী, জাফর বেপারী, মিলন প্রধান, মহন প্রধান, মতলব পৌর ছাত্রদল নেতা নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ড ছাত্রের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ৭ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী শাহিন গাজী, ৬ নং ওয়ার্ড ছাত্রের সভাপতি প্রার্থী গোলাম রাব্বি, উপজেলা ছাত্রদল নেতা দিহান আহমেদ পাভেল, বিপ্লব চন্দ্র রায়। ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা প্রান্ত সরকার, ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ৩ নং ওয়ার্ড ছাত্রনেতা আরিফ গাজী, 5 নং উপাধি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৭ সেপ্টেম্বর ২০২৫