মতলব পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পুনরায় নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কর্মব্যস্ততার মাঝেও ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে ভোট প্রয়োগ করায় এবং ২০ হাজার ৬৯৪ ভোটে বিজয়ী করায় সকল ভোটার ও পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র আওলাদ হোসেন পৌরবাসীর উদ্দেশ্য বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকাকে ভালোবেসে আপনারা আমাকে বিজয়ী করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। নির্বাচনের আগে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা ইনশাআল্লাহ পূরণ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এছাড়া মেয়র আওলাদ হোসেন লিটন পূনরায় নির্বাচিত হওয়ার পুলিশ,আনসার,বিজিবি,র্যাব , প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক,রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক, জনপ্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ২ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur