মতলব পেশাজীবি সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন
চাঁদপুরের মতলব পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড এর প্রথম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মতলব পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড এর প্রথম বর্ষপূতি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢা র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও মতলব পেশাজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ রবিউজ্জামান রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর,চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন , উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম,মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক,মতলব পেশাজীবি সমবায় সমিতির সদস্য শ্যামল চন্দ্র দাস, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সৈকত চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে সমিতির বিভিন্ন সদস্যদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১২ নভেম্বর ২০২৫