মতলব দক্ষিণ উপজেলার সুনাধন্য শিক্ষা প্রতিষ্ঠান নতুন কুঁড়ি একাডেমির বৃত্তি, সনদপত্র বিতরণ ও সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে বার্ষিক ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কুঁকিড় একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইদ্রিস খানের সভাতিত্বে গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক লাইব্রেরি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব উপজেলা সভাপতি ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার সেলিম, ব্রাকের মতলব ব্রাঞ্চের ম্যানেজার মোঃ রমিজ উদ্দিন ও ব্যবসায়ী আব্দুল হান্নান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক সেফালী আক্তার, সুমাইয়া সিমু, নাছরিন আক্তার, নাদিয়া আক্তার ও সুমী আক্তার প্রমূখ।
স্কুলের প্রধান শিক্ষক তাছনিয়া আফরোজ নিশির সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, ‘নতুন কুঁড়ি স্কুলটি অত্যন্ত সুনামের সাথে মতলব উপজেলার মধ্যে শিক্ষা প্রদান করে আসছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত সাহসের ব্যাপার। সবাই শিক্ষাপ্রতিষ্ঠান দিতে পারে না। এর জন্য এলাকার জন্য দরদ ও দায়িত্বানুভূতি থাকতে হয়। নিজ এলাকার সন্তান হিসেবে দায়বন্ধতা অনুভব করলেই কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায়। এর জন্য শিক্ষা উদ্যোক্তা হিসেবে ইদ্রিস খান নিজের এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দায়িত্বশীল ও মহত্তের পরিচয় দিয়েছে। এখন এই স্কুলটি কিভাবে টিকিয়ে রাখা যায় তার জন্য এলাকার সবাই মিলে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur