চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে দু’জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমাম্যমাণ আদালত।
সাঁজাপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জ সদরের কালিরচর গ্রামের মৃত শেকান্দও বেপারীর ছেলে মোঃ সেলিম(২৭), ও একই গ্রামের মতিন বেপারীর ছেলে ইনতাজ (৩২)। সোমবার (১০এপ্রিল)
মতলব উত্তর উপজেলাস্থ মোহনপুর লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দ্বারা জাটকা ইলিশ ধরাকালে মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur