Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দারুল উলুম মাদ্রাসার মিলাদ ও বৃত্তি প্রদান
মাদ্রাসার

মতলব দারুল উলুম মাদ্রাসার মিলাদ ও বৃত্তি প্রদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকায় অবস্থিত মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার- ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল,অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২২ মার্চ দুপুর বারোটায় মাদ্রাসার দ্বিতীয় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলনা মোঃ মহিউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যাপক মোঃ মকবুল হোসেন, সহকারী অধ্যাপক মাওলনা জিয়াউল হক, মাওলনা নুরুজ্জামান, প্রভাষক আবুল হাসনাত নুরুল ইসলাম সরকার, মাওলনা মোঃ ইয়াছিন, আঃ সাদেক গভর্নিংবডির সদস্য মোঃ রুহুল আমিন, শাহ্গিয়াস, আবুল কাশেম, মহসীন দেওয়ান, অহিদুজ্জামান মৃধা, কাউন্সিলর আনিছুর রহমান আনু, অভিবাবক রোকনুজ্জামান রোকন।

আলোচনা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সন্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর দরবার শরীফের পীর মাওলানা নেছার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক কমিশনার শাহ গিয়াস,মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মতলব প্রতিনিধি, ২৩ মার্চ ২০২৩