চাঁদপুরের মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ২৮ ডিসেম্বর মাদ্রাসার পুরাতন কমপ্লেক্সে এবতেদায়ীর ১ম শ্রেণি থেকে ৫ম পর্যন্ত সকাল ১০ টায় এবং মাদ্রাসার নতুন কমপ্লেক্সে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ আলাউদ্দিন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রিন্সিপাল মোঃ মকবুল হোসাইন,সহকারী অধ্যাপক জিয়াউল হক, প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ফলাফল ঘোষনার পর প্রত্যেক শ্রেণির নাম ও রোলনম্বরসহ নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়। ছবির ক্যাপসনঃ মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষন করছেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ আলাউদ্দিন মিয়া।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur