Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে আটক ৪ দালালকে অর্থদণ্ড
স্বাস্থ্য কমপ্লেক্সে

মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে আটক ৪ দালালকে অর্থদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৪ দালালকে আটক করা হয়েছে। পরে ওই চার দালালকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ জুন সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত সারমিন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ দুরদুরান্ত  আগত রোগীরা সেবা নিতে এসে দালালদের হাতে হয়রানির স্বীকার হয়।এছাড়া আগত রোগীদের  বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি প্যাথলজি গুলোতে নিয়ে যেত দালালরা।

সরকারি হাসপাতালে আসা রোগীদের নিজ নিজ প্যাথলজিতে নিয়ে আসার জন্য প্যাথলজির মালিকরা এ সকল দালাল দের বেতন ভিত্তিক নিয়োগ করে থাকেন। দালালদের অত্যাচারে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়ে আসছে।

এই নিয়ে চাঁদপুরের স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

হাসপাতাল চত্ত্বরে থাকা সকল দালালদের ধরতে সোমবার সকালে আকস্মিক অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)।

অভিযান পরিচালনা কালে থানা পুলিশের সহযোগিতায় চার দালালকে হাসপাতাল চত্ত্বরে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে থাকা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের দালাল আয়েশা আক্তার, গ্রামের বাড়ি দিঘলদী, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের দালাল মোঃ সিরাজ প্রধান, গ্রামের বাড়ি চরমুকুন্দি, নোভা ডায়গনস্টিক সেন্টারের দালাল ইভা, গ্রামের বাড়ি বাইশপুর, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দালাল আসমা আক্তার, গ্রামের বাড়ি বাইশপুর।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম কাওসার হিমেল চাঁদপুর টাইমসকে বলেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক, মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা. ফিরোজ আহমেদ প্রোপেন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দালালদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমিন চাঁদপুর টাইমসকে জানান, সরকারি কাজে বাধা ও স্বাস্থ্য বিধি না মানার কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।  

প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক,২৮ জুন ২০২১