মতলব দক্ষিণ

মতলব দক্ষিণ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির অফিস উদ্বোবন

মতলব দক্ষিণ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির অফিস বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টায় সি এন জি স্ট্যান্ড সংলগ্ন উপজেলা ভূমি অফিসের বিপরীতে অফিস উদ্বোধন করেন।

মতলব দক্ষিণ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির অফিস উদ্বোবনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.জালাল উদ্দিন সাগর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ।

প্রধান অতিথি ছিলেন প্রধানশিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধানশিক্ষক মিজানুর রহমান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি,চাঁদপুরের সহ-সভাপতি আবদুল গনি,সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ,অর্থ সম্পাদক ফয়জুর হক ও দপ্তর সম্পাদক রাশেদুর হাসান ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মতলব উত্তরের সভাপতি মো.মজলিস আহমেদ, সাধারণ সম্পাদক মো.কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো.আল আমিন ।

সভায় বক্তাগণ সংগঠনের সার্বিক কার্যক্রম,গঠনতন্ত্র পরিমার্জন,রি-প্লেট বিতরণ ওসাংগঠনিক বিষয়ের ওপর আলোকপাত করেন । অবশেষে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি,চাঁদপুরের সহ-সভাপতি আবদুল গনি মতলব দক্ষিণ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নতুন অফিসের শুভ উদ্বোধন করেন।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৪ :১০ পিএম, ২৭ অক্টোবর ২০১৭, শুক্রবার
এজি

Share