মতলব দক্ষিণ উপজেলার ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ ইতিপূর্বে শেষ হয়েছে। ভবনটি হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মতলবগঞ্জ ট্রেডার্স লিমিটেড।
রোববার (৭ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক রতন কুমার নাথ ও উপ বিভাগীয় প্রকৌশলী সুদীপ সরকারসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ মতলব ফায়ার স্টেশন ভবনটি পরিদর্শন করেন।
উপসহকারী পরিচালক জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটি কাজের আদেশ মোতাবেক করেছে কি-না তার সকল তথ্যবলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তবে কাজের মান ভাল হয়েছে বলে তিনি প্রতিনিধিকে জানান।
তিনি আরও জানান, এই স্টেশনটি শীঘ্রই উদ্বোধন করা হবে। মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় সকল মালামাল এসে পৌঁছেছে। এছাড়া এ স্টেশনের জন্য ১১ জন স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তন্মোধ্যে ড্রাইভার ২ জন, ফায়ার ম্যান ৮ জন ও লিডার ১ জন।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রালয়ের অধীনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মতলবের ভবনটির নির্মাণ কাজ বিগত ২০১৪ সালে শুরু হয়। তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষাধিক টাকা।
মতলব ফায়ার স্টেশনটি মতলব দক্ষিণ উপজেলা ছাড়াও আশপাশের উপজেলায় মানুষজন সুবিধাভোগ করবে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪৫ এএম, ৮ মে ২০১৭, সোমবার
এইউ