মতলব দক্ষিণ প্রবল বর্ষণে অর্ধকোটি টাকার ক্ষতি
মতলব দক্ষিণ উপজেলায় গত কয়েকদিনের ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবং অবিরাম বর্ষনের রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অবিরাম বর্ষন ও শক্তির প্রভাবে সৃষ্ট জোয়ারে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। গ্রামীণ অর্থনীতির প্রাণ নবনির্মিত মাটির রাস্তাগুলোর অধিকাংশই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান জনপ্রতিনিধিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, চলতি অর্থ বছরে প্রায় ৪ কোটি টাকা ও ২৩৮ মেট্টিক টন খাদ্যশস্যে নির্মিত টিআর কাবিটা কর্মসূচীর আওতায় মতলব দক্ষিণ উপজেলায় ৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২৭৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কাবিটা-টিআর এ নির্মিত রাস্তাগুলো মাটির রাস্তা হওয়ায় অধিকাংশ প্রকল্প প্রবল বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ০৭(সাত) কোটি টাকায় নির্মিত হচ্ছে ২০ টি সেতু প্রকল্প। এরমধ্যে ১৮টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। অতি বর্ষণ ও জোয়ারের পানির ঢেউয়ে নির্মিত এপ্রোচ সড়কের সলিং উঠে গিয়ে রাস্তর ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামীণ মাটির রাস্তায় এইচবিবি করন প্রকল্পের আওতায় ৮০ লাখ টাকায় নির্মিত প্রকল্পটির নায়ের গাঁও উত্তর অংশটিও অতিবৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুষপুর ঘোনা সংযোগ রাস্তা নির্মাণ প্রকল্পের প্রকল্প সভাপতি নায়েরগাঁও ইউপি সদস্য শারমিন আক্তার প্রতিবেদককে জানান, মাত্র এক সপ্তাহ আগে এই প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত করা হয় কিন্তু মুশলধারে বৃষ্টি হওয়ায় কারনে রাস্তাটির স্লোপের মাটি সরে অকেজো হয়ে পড়েছে।
খাদেরগাও ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার জানান, ধনাগোদা নদীর পাড় ঘেষা এই ইউনিয়নের।খাদেরগাও-লামছড়ি সংযোগ সড়কটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দিক নির্দেশনায় অত্যাধনিক রাস্তা
বাস্তবায়ন করা হলেও বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নতুন করে নির্মিত রাস্তাগুলো ভেঙে গেছে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ ইউনিয়ন ঘুরে দেখা যায়, গতমাসে টিআর, কাবিখার যে কয়েকটি কাঁচা রাস্তা নির্মিত হয়েছে, সেগুলোর মধ্যে অধিকাংশ রাস্তার বিভিন্ন স্থান ভেঙে গেছে এবং ফাঁটল ধরেছে। আবার কোন কোন রাস্তার মাঝখানে বড় বড় গর্তের সৃস্টি হয়ে গেছে।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা বলেন,বিগত কয়েক বছরে এত সুন্দর কাঁচা রাস্তা করা হয়নি। হঠাৎ করে ঘুর্ণিঝড় শক্তির প্রভাবে এবং বিরামহীন ভাবে বৃষ্টি হওয়ায় এ ইউনিয়নের দুটি রাস্তা ভেঙে বিলিন হয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান,কাবিখা-কাবিটা প্রকল্পের আওতায় নির্মিত কাঁচা রাস্তাগুলো অবিরাম বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যানগন জানানোর পর সরেজমিনে দেখে ক্ষয় ক্ষতির তালিকা করা হচ্ছে। প্রায় ১০ কিলোমিটার কাঁচা রাস্তার ক্ষতি সাধন হয়েছে। এছাড়া নবনির্মিত ব্রীজের এপ্রোচ সড়ক ও এইচবিবি রাস্তাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, এই এলাকায় কাঁদামাটি ও বেলেমাটি হওয়ায় লাগাতার বৃষ্টিতে প্রকল্পের মাটি ধুয়ে নিয়ে যায়। এছাড়া ড্রেসিং এ লাগানো ঘাস এখনও মাটি ধরে রাখার সুযোগ পায়নি।
উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, প্রবল বর্ষণে চলমান রাস্তাসমুহের যে পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে মেরামত করতে হবে।তা না হলে রাস্তাগুলো টিকিয়ে রাখা সম্ভব হবেনা।
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত না হতেই প্রবল বর্ষণ কাঁচা রাস্তাগুলো বিধ্বস্ত করে ফেলেছে। আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে এবং দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ জুন ২০২৫