মতলব দক্ষিণ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। তিনি বুধবার ১১ নভেম্বর বুধবার বিদায়ী অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া এর আগে চাঁদপুর আদালতে কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ বাড়ি লক্ষিপুর জেলার রায়পুরে। অপরদিকে বিদায়ী অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ রাজশাহী মেট্টো পলিটনে বদলি হয়েছেন।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া তার দায়িত্ব পালনে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১২ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur